ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ নবীন বরণ, কৃতিশিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের অয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সফল প্রতিমন্ত্রী জনাব দীপংকর তালুকদার এমপি মহোদয় এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব অংসুই প্রু চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সামশু দোহা চৌধুরী, সাবেক চেয়ারম্যান জনাব অংচাপ্রু মার্মা, জনাব এসএম চৌধুরী, ভাইস-চেয়ারম্যান জনাব অংপ্রু মার্মা, কাউখালী থানার সম্মানিত অফিসার ইনচার্জ, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের বর্ষীয়ান ন্রতা জনাব আমির হোসেন খাঁন, বেতবুনিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব খইচাবাই তালুকদার, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জগদীশ চাকমা ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব থুইমং মার্মা প্রমুখ।