গত ০২/০৯/২০১৯ তারিখ কাউখালীতে মৌসুমি প্রতিযোগিতা ২০১৯ সম্পন্ন হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরউজজামান চৌধুরী,উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা,সহকারি শিক্ষা অফিসার সিমা রানি সেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।৬টি বিষয়ে প্রতিযোগিতা সম্পন্ন হয়।দলীয় অভিনয়ে কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয় দল,জ্ঞান জিজ্ঞাসা ও দেশাত্ববোধক জারি গানে সৃজনি ট্রাস্ট স্কুল এন্ড কলেল এবং উপস্থিত বিতর্ক,দেয়ালিকা ও দলীয় নৃত্যে পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় দল প্রথম স্থান লাভ করে।