বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালিকা (অনুর্ধ্ব ১৭), ২০১৯ এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে কাউখালী উপজেলা একাদশ বনাম জুরাইছড়ি উপজেলা একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল খেলায় কাউখালী উপজেলা একাদশ জুরাইছড়ি উপজেলা একাদশকে ২_০ গোলে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়। জনাব এ কে এম মামুনুর রশিদ, জেলা প্রশাসক, রাঙ্গামাটি পাবর্ত্য জেলা মহোদয়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব দীপক চক্রবর্তী ,পরিচালক ( অতিরিক্ত সচিব), স্থানীয় সরকার,চট্টগ্রাম বিভাগ,চট্গ্রাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান,জনাব মোঃ সামশু দোহা চৌধুরী ও জুরাইছড়ি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান। অনুষ্ঠানে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহন করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব শতরূপা তালুকদার ও সভাপতি কাউখালী উপজেলা ক্রীড়া সংস্থা,রাঙ্গামাটি পাবর্ত্য জেলা মহোদয় ।