কাউখালী উপজেলায় গতকাল ১০/১২/২০১৯ তারিখ মঙ্গলবার সকাল ১০ঃ৩০ টায় বেতবুনিয়া মূঈনুল উলুম রেজভীয়া সাঈদীয়া দাখিল মাদরাসায় ওয়াশ ব্লকের উদ্বোধন করা হয়।উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশীদ।এ সময়ে আরো উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃশামসু দোহা চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার,বেতবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খইচাবাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরউজজামান চৌধুরী,অফিসার ইন চার্জ কাউখালী থানা মো: শহিদুল ইসলাম, কাউখালী উপজেলার ইউজিডিপি ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা,একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদ সহ স্থানীয় সূধীজন।