আজ দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসবের অংশ হিসাবে রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলাধীন ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়েও পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বাবুর্শে মার্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের মাননীয় চেয়ারমান জনাব মোঃ সামশু দোহা চৌধুরী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব রঞ্জন মনি চাকমা, ছাত্রনেতা অভিমং চৌধুরী, এলাকার ওয়ার্ড মেম্বার জনাব শিবমনি চাকমা, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোঃ জাফর আহমদ।
উৎসবে প্রধান অতিথি সরকারের শিক্ষাখাতে অভাবনীয় সাফল্যের কথা তুলে ধরেন। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিররণ, স্কুল কলেজ এমপিও ভুক্তিতে সরকারের আন্তরিকতার কথাও তিনি সভায় তুলে ধরেন। এছাড়া জনাব নব কুমার তনচংগ্যা, জনাব রঞ্জন মনি চাকমা ও জনাব অভিমং চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।