Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর চট্টগ্রাম আঞ্চলিক উপপরিচালক হোসনে আরা বেগমের পি আর এল গমন
বিস্তারিত

আজ ৩০ ডিসেম্বর ২০১৯ সকাল ১১ টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর আঞ্চলিক উপপরিচালক হোসনে আরা বেগমের পি আর এল গমন উপলক্ষে বিদায় অনুষ্ঠান অাঞ্চলিক কার্যালয়ের প্রশিক্ষণ স্টুডিওতে অনুষ্ঠিত হয়। মাউশির আঞ্চলিক পরিচালক প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা শিক্ষা অফিস, উপপরিচালকের কার্যালয় ও পরিচালকের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী উপপরিচালক হোসনে আরা বেগম তাঁর সুদীর্ঘ কর্মকালের নানা অভিজ্ঞতার স্মৃতিচারণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার জীবন ও কর্মকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ড. গাজী গোলাম মাওলা, সহকারী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন, বিদ্যালয় পরিদর্শক জাহাঙ্গীর আলম, মেট্রো লিয়াজো অফিসার মোস্তফা আলম সরকার, প্রোগ্রামার তাপস কুমার সাহা, সহ-প্রোগ্রামার কামরুন্নাহার বিউটি, সহকারী পরিদর্শক দেবী রানী দে, মিথিলা দাশ, সংক্ষিপ্তময় চাকমা, করিম উল্লাহ, মোহাম্মদ হাসান প্রমূখ।
সভাপতির বক্তব্যে প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী উপপরিচালক হোসনে আরা বেগমের কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার ভূষসী প্রশংসা করেন। শিক্ষা প্রশাসনের মাঠ পর্যায়ে নানা সংস্কারসহ সাহসী উদ্যোগ গ্রহণ করে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করার ক্ষেত্রে নানামুখী উদ্যোগ গ্রহণের জন্য সভাপতি তাঁকে অভিবাদন জানান।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
30/12/2019
আর্কাইভ তারিখ
04/01/2020