আজ ০৩ অক্টোবর ২০১৯ তারিখ সকাল ১০ টায় কাউখালী উপজেলাধীন ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগ 'ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা' শীর্ষক কর্মশালায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক জনাব বাবুর্শে মার্মার সঞ্চালনায় ৩নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জগদীশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব শতরূপা তালুকদার, মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, কাউখালী, রাঙ্গামাটি পার্বত্য জেলা এবং বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জনাব মোঃ মনিরউজজামান চৌধুরী, কাউখালী উপজেলা প্রশাসনের সহকারী প্রোগ্রামার, জনাব কাঞ্চন কর, শিক্ষানুরাগী সদস্য, স্কুল পরিচালনা কমিটি মহোদয় এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও প্রযুক্তি বিভাগের সম্মানিত তদন্ত কর্মকর্তা জনাব শামীম আহমেদ ভূইয়া মহোদয়।কর্মশালায় ২৫০ জন শাত্রী অংশগ্রহন করে।