শিরোনাম
কাউখালতে সততা সংঘের অসচ্ছল দরীদ্র একজন ছাত্র ও একজন ছাত্রী সদস্যের মাঝে দুদকের আর্থিক অনুদান প্রদান।
বিস্তারিত
আজ ৯ জুলাই ২০২০ তারিখ কাউখালতে সততা সংঘের অসচ্ছল দরীদ্র একজন ছাত্র ও একজন ছাত্রী সদস্যের মাঝে দুদকের আর্থিক অনুদান প্রদান করা হয়।সততা সংঘের সদস্যদের মাঝে অনুদানের টাকা হাতে তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মনিরউজজামান চৌধুর। আরো উপস্থিতছিলেনকাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম শিক্ষক জনাব আব্দুল কাদের।